শ্যামনগরের এক ভাটার শ্রমিক বজ্রপাতে নিহত

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতাঃ শ্যামনগরের আমিনুর রহমান আমিন(২২) নামে এক ইট ভাটা শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে। সে হাওয়াল ভাঙ্গী গ্রামের আঃ সাত্তার গাজী ওরফে কালু গাজীর ২য় পুত্র। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বরিশালের হিজলার এম.বি.এন নামীয় ব্রিক ফিল্ডে বাসায় শয়ন রত অবস্থায় বজ্রপাতে আমিন নিহত হয়। এ সময় আমিনের সহোদর ভাই কবির,জাবের আলি ও শংকর মন্ডল ইট ভাটা শ্রমিক আহত হয়। গত বৃহস্পতিবার আমিনের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া বিরাজ করে।7 এ সময় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ লাশ দেখতে ভিড় জমায়। ভাটার সরদার ইয়াছিন আলী জানান, আমিন ছিল সৎ, কর্মঠ ও আনুগত্যশীল, একাধারে সে কয়েক বৎসর তার সাথে কাজ করায় ব্যবসায় সাফল্য পেয়েছেন বলে ক্রন্দন রত কন্ঠে অভিমত ব্যক্ত করেন।বিকালে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

শ্যামনগরে জনকল্যাণ সমবায় সমিতি লিঃ কার্যালয়ে দূর্ধর্ষ চুরি
মোস্তফা কামাল-শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতাঃ শ্যামনগরের আটুলিয়া জনকল্যাণ সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ কার্যালয়ে ও মুজিবুর রহমানের বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ১৯এপ্রিল গভীর রাতে আটুলিয়া জনকল্যাণ সমবায় সমিতি লিঃ কার্যালয়ের দরজা ভেঙ্গে চুরি সংঘটিত হয়। ৩টি স্টীল আলমারীর তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, ব্যাংক চেক, স্ট্যাম্প ও মূল্যবান কাগজ পত্রাদী চুরি হয়। বিভিন্ন মূল্যবান জিনিষ পত্র ভাঙ্গা ও তছরুপ হয়। মধ্য আটুলিয়ার সাজ মহল নামীয় গার্মেন্টস‘র মালিক মুজিবুর রহমানের বাড়ীতেসহ ছোটকুপট ,নওয়াবেঁকী,বাদুড়িয়া ও মোল্যা পাড়ায় নিয়মিত একশ্রেণীর সংঘবদ্ধদল নিয়মিত চুরি করছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।