কুসিকের নবনির্বাচিত       কাউন্সিলর গ্রেফতার

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৭,
অ-অ+

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

একরাম হোসেন বাবু নগরীর ঠাকুরপাড়া এলাকার পলাশবাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ও জামায়াত সমর্থিত কাউন্সিলর।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, গত ৩০ মার্চ কুসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হন একরাম হোসেন বাবু। পরোয়ানা থাকায় রাতে নগরীর ঠাকুরপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে, কাউন্সিলর বাবুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক, নারী নির্যাতন এবং বিশেষ ক্ষমতা আইনে  ১৫টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে ১২টি বিচারাধীন এবং সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলা তদন্তাধীন রয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।