ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে চলছে জমজমাট ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মটর শো’। ছুটির দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৬০টিরও বেশি রেসিং কার এই শোতে অংশ নিয়েছে।
হলিউডের অন্যতম সেরা অ্যকশনধর্মী সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। গত ১৩ এপ্রিল এর অষ্টম সিরিজ মুক্তি পেয়েছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮ সিরিজ প্রমোশন করতে যমুনা ফিউচার পার্কের সর্বাধুনিক প্রযুক্তির ব্লকবাস্টার সিনেমাস এই চমকপ্রদ মটর শো’র আয়োজন করে।
শোতে রেসাররা তাদের নামীদামী ব্র্যান্ডের রেসিং কার প্রদর্শন করছেন। উচ্চমাত্রার শব্দের তরঙ্গ তুলে দর্শকদের শিহরিত করার পাশাপাশি রেসিং কারগুলোর বিভিন্ন স্টান্টও প্রদর্শন করেন তারা।
এরপর বিকাল সাড়ে ৫টার দিকে যমুনা ফিউচার পার্ক থেকে রেসিং কারের র্যালি বের হয়। র্যালিটি প্রগতি সরণী হয়ে কুড়িলের ৩০০ ফুট রাস্তা ও বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এরপর যমুনা ফিউচার পার্কের মোটর শো’র ভ্যেনুতে এসে র্যালিটি সমাপনীতে অংশ নেয়।
মটর শো’র সমাপনীতে সেরা রেসিং কারগুলোকে পুরস্কৃত করবে ব্লকবাস্টার সিনেমাস। বিজয়ী রেসিং কারগুলোর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকার গিফট ভাউচার, দ্বিতীয় পুরস্কার হিসেবে এক বছরের ক্লাব রয়েল সদস্য পদ, তৃতীয় পুরস্কার হিসেবে ১০টি ক্লাব রয়েল টিকিট, চতুর্থ পুরস্কার হিসেবে ৫টি ক্লাব রয়েল টিকেট এবং পঞ্চম পুরস্কার হিসেবে পাঁচটি মুভি টিকেট দেয়া হবে।
এ আয়োজনের বিষয়ে যমুনা গ্রুপের পরিচালক জাকির হোসেন বলেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮ এর প্রমোশনটা আমরা একটু অন্যভাবে করতে চেয়েছি। গত বছর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৭ মুক্তি পেলে তখনও এমন একটা শো হয়েছিল।’
এবারের মটর শো’র ব্যাপারে তিনি বলেন, সারা দিন কার নিয়ে তরুণদের উচ্ছ্বসিত রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাকির হোসেন বলেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮ সিরিজ এখন ভারতে সবচেয়ে বেশি আয় করছে। আমাদের এখানেও এই চলচ্চিত্রটি ভালো আয় করছে। আশা করছি, আমরা আরও ভালো আয় করব।