শ্যামনগরে শিক্ষার্থীকে জুতা পেটা করলো শিক্ষক !

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও ধুমঘাট গ্রামের বাবুল হোসেন এর ছেলে লাদেন স্কুল মাঠে গত ১৯-৪-১৭ তারিক বিকালে খেলা করার এক পর্য্যায় কর্নধর নামের একজনের সাথে বাকবিতন্ড করে। পরের দিন ২০/৪/১৭ তারিখে স্কুলে গেলে ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক  স্কুল কক্ষে স্কুলের সকলের সামনে নিজের পায়ের জুতা দিয়ে ও লাঠি দিয়ে বেদম মারপিঠ করে। এক পর্যায় রক্তাক্ত জখমী অবস্থায় স্কুল থেকে ছাত্র লাদেন বাড়ীতে আসলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। তবে শিক্ষার্থী লাদেনের অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।10
বিষয়টি লাদেনের মা, মোছাঃ আসমা খাতুন বলেন,বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর, ও অফিসার ইনচার্জ শ্যামনগর ববরাবর লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।তবে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক সত্য নয় বলে দাবী করেন।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।