ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো ॥ ইউপি নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসা মূলক নির্বাচিত চেয়ারম্যানকে হয়রানির লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্রে মিথ্যাও বানোয়াট সংবাদের প্রতিবাদে এলাকার সাধারন জনগণ শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সাধারণ জনগণের পক্ষে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত ছেফাতুল্লাহ মোল্যার পুত্র শামছুর রহমান মোল্যা ২০ এপ্রিল বিকাল ৫ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময়ে তার সাথে ছিলেন অত্র এলাকার আলহাজ্ব আতিয়ার রহমান, আশরাফ খোকন, সায়েদ আলী গাজী, ওমর আলী, মাহবুব খোকন, হাবিব মোড়ল ও গফ্ফার মোড়ল। লিখিত বক্তব্যে শামছুর রহমান বলেন ১৯ এপ্রিল দৈনিক পত্রদূত পত্রিকায় “কৈখালী জামায়াত নেতা রহিমের বিরুদ্ধে বিভিন্ন মহালে নিন্দার ঝড়” শিরোনামে আমরা যারা উপস্থিত আছি তাদের নাম উল্লেখ করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। রহিম জামায়াত নেতাতো নয়, সে কোন সময় জামায়াতের সাথে জড়িত ছিল না। বরং সাবেক চেয়ারম্যান রেজাউল করিম জামায়াত ইসলামের সাথে জড়িত ছিল। বর্তমান আওয়ামীলীগ খমতায় থাকায় রেজাউল চেয়ারম্যান পূর্বের অবস্থান ধামা চাপা দেওয়ার লক্ষ্যে আওয়ামীলীগে যোগ দিয়েছে। গত ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর হিংসা ও আক্রসে তার দলীয় লোকজনদের ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ পত্রে নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে চলেছে। লক্ষ্যে ও উদ্দেশ্য হল চেয়ারম্যান রহিমের কাজে বাধা সৃষ্টি করা। সাংবাদে আরো উল্লেখ করা হয়েছে রহিম তার পিতা-মাতা ও ভাইদের সম্মান করেনা। এটা একেবারেই পাগলের প্রলাপ। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পাগলের প্রলাপ জনিত মিথ্যা ও বানোয়াট সংবাদের দিকে দৃষ্টি না দেওয়ার জন্য সূধী মহাল ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …