ক্রাইমবার্তা রিপোট: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গ্রিক মূর্তি স্থাপনের সমালোচনা করে বলেছেন, ‘এই মূর্তি ইসলামী মুল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মূর্তি থাকা ঠিক না। এর আগেও সেখানে দাঁড়িপাল্লা ছিল; কিন্তু কি কারণে সেখানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হলো তা বোধগম্য নয়। আমি মনে করি ওই মূর্তি সরিয়ে ফেলা দরকার। মূর্তি না সরালে ইসলামী দলগুলো তো আন্দোলন করবেই।’
শনিবার রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদ তার নিজ বাসভবন ‘পল্লীনিবাসে’ সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘বিএনপি যতই হুমকি- ধামকি দিক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ গ্রহণ করতে হবেই। কারণ নির্বাচনে অংশ না করলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে তাদের নির্বাচনে অংশ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের সাথে সামরিক চুক্তিসহ বিভিন্ন চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘সামরিক চুক্তির বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।’
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিস্তা চুক্তি হবে বলে এরশাদ আশা প্রকাশ করেন।
রংপুরে জাপা নেতা আব্দুর রউফ মানিক আসন্ন রংপুর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার বিষয়ে এরশাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তার পাশে বসা মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দেখিয়ে বলেন, ‘আমি অনেক আগেই তাকে (মোস্তাফিজার রহমান) মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছি। এর কোনো পরিবর্তন হবে না।’
এর আগে দুপুরে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি পল্লী নিবাস বাসায় এসে পৌঁছলে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারষ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …