ভারত-বাংলাদেশ সামরিক গোলামী চুক্তি করায় জনগণ ক্ষুব্ধ : প্রধান

ক্রাইমবার্তা রিপোট: ২০ দলীয় জোটের শরীক দল জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ভারত-বাংলাদেশ সামরিক চুক্তি-গোলামী চুক্তির পর আবারো ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফরের সংবাদে দেশপ্রেমিক জনগণ ক্ষুব্ধ ও শংকিত।
শনিবার সকাল ১১টায় আসাদ গেটস্থ দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।21
জাগপা সভাপতি বলেন, বাংলাদেশর সবকিছু তুলে দেওয়ার পরেও শেখ হাসিনাকে দিল্লী থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। দিল্লীর নীলনকশায় অবৈধভাবে ক্ষমতা দখলের পর সেবাদাস সরকার ট্রানজিট-করিডোরসহ সবই নিঃশর্তভাবে দিল্লীর হাতে তুলে দিয়েছে। এখন দিল্লীর টার্গেট বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। জনগণ মনে করে বাংলাদেশকে সিকিম-ভুটানের মত করদ রাজ্যে পরিণত করতে সামরিক- গোলামী চুক্তি এবং ভারতীয় সেনাপ্রধানের ঘন ঘন বাংলাদেশ সফর। এই আগ্রাসী সফরের প্রতিবাদে তিনি দেশপ্রেমিক জনগণকে বিক্ষোভে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।
প্রধান বলেন, হাওড় জনপদে অসহায় মানুষের কান্না শুনতে হচ্ছে কেন ? সীমান্তে পাখির মত নিরাপরাধ মানুষ হত্যা, সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্পের পর এখন ভারতীয় ইউরেনিয়াম খনির তেজস্ক্রিয়তায় সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের হাওড় অঞ্চলের ধান, মাছ, হাঁস, পাখি ও জীব বৈচিত্র্যের বিরুদ্ধে ধ্বংসলীলা চালানো হচ্ছে। বন্ধুর বেশে হিন্দুস্থান বাংলাদেশের নদী-বন-সীমান্ত ও গণতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। নতজানু হয়ে আমরা কিছুই করতে পারবো না। হিম্মতের সাথে রুখে দাঁড়াতেই হবে। নির্বাহী কমিটির সভায় বিক্ষোভের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়
জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- নির্বাহী কমিটির সদস্য মাস্টার এম.এ মান্নান, আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, আওলাদ হোসেন শিল্পী, সৈয়দ শফিকুল ইসলাম, বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাছ ও মানিক সরকার প্রমুখ।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।