ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ উত্তরা মোটর্স এর গাড়ির মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মেসার্স সাহিক মটরস এর আয়োজনে পলাশপোলস্থ পুরাতন বাস স্টান্ডে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাইক মটরসের পরিচালক শেখ মাছুম বিল্লাহ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব ) অরুণ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিআরটিএ এর পরিদর্শক মো. আমিনুর রহমান,উত্তরা মোটর্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. জিসান হোসেন, ডেপুটি ম্যানেজার খন্দকার বেলাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিউল্লাহ মনি,সাহিক মটরস কর্মকর্তা আক্তারুজ্জামানসহ বিভিন্ন ব্যবসায়্ ীনেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অর্থ ফেলে রাখলে হবে না । অলস টাকায় নিজের ও দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। টাকা অলস ফেলে না রেখে ব্যবসা করলে ব্যবসায়ী লাভবান হবেন । দেশের অর্থনীতির চাকা পরিবর্তন হবে। বেকার সমস্যা থেকে জাতী মুক্তি পাবে।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …