ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের ২৪তম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ।
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে রাইজিং পুনে সুপারজায়ান্ট। ফলে হায়দরাবাদের বিপক্ষে ছয় উইকেটে জয় পায় পুনে সুপারজায়ান্ট। ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনি ৩৪ বলে ৬১ রান সংগ্রহ করেন। এ ছাড়া ত্রিপাতি ৪১ বলে ৫৯ রান সংগ্রহ করেন।
এর আগে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাইজিং পুনে। হায়দরাবাদের পক্ষে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪০ বলে ৪৩ রান করেন। এছাড়া ম্যাক হেনরিক ২৮ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন।
তবে হায়দরাবাদের এ পরাজয়ের দিনে দলে উপেক্ষিত মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এ তারকাকে আজও সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচে মুস্তাফিজকে একাদশে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ।
এ পরাজয়ে ৭ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে হায়দরাবাদ। অন্যদিকে ৬ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে রাইজিং পুনে।
এদিকে ৬ ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বায়। অন্যদিকে ৬ ম্যাচে চার জয়ে হায়দরাবাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …