সৌদির কাছে ৩৯০ রানে হেরে চীনের রেকর্ড!

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে প্রায়ই অসম্ভবকে সম্ভব করতে দেখা যায়।

ওয়ানডে ক্রিকেটে যেমন চারশ’র বেশি রান করার কথা কেউ ভাবেনি। কিন্তু সেটিকে সম্ভব করেছিল অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকাও চারশ’র বেশি রানের ইনিংস করেছে।

শনিবার আবারও অসম্ভবকে সম্ভব করলেন সৌদি আরবের ক্রিকেটাররা। চীনের বিপক্ষে ৩৯০ রানের ব্যবধানে ওয়ানডে ম্যাচ জিতেছে তারা।

ক্রিকেটে প্রায় অনভিজ্ঞ এক দেশ চীন। যদিও অলিম্পিকে চীন সামনের সারিতে থাকতেই অভ্যস্ত। কিন্তু, ক্রিকেটে এখনও নামজাদা দেশ হয়ে উঠতে পারেনি সৌদি আরব।

কিন্তু, তাই বলে তাদের এমন বেহাল দশা, যা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাক।

আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লীগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ানডে খেলা চলছিল। সৌদি আরব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪১৮ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চীন। স্কোরবোর্ডে শূন্যের ভিড় লাগে। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনে সর্বোচ্চ ৬ রান করেন।

প্রথম ব্যাট করতে নেমে সৌদি আরবের মোহম্মদ আফজল  (১২০) দুর্দান্ত সেঞ্চুরি করেন। শোয়েব আলির ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসও ছিল নজরকাড়া।

সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রেকর্ড গড়েছে চীন। এর আগে ২০০৮-এর আগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।