চাঁদাবাজির অভিযোগে ডিবির ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

ক্রাইমবার্তা রিপোট:চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্টেটের আদালত ২-এ মামলা করেন মো. মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি। এরপর বিচারক আবু সালেম মো. নোমান তদন্তের এ নির্দেশ দেন।

 

বিচারকক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলা আসামি আট ডিবি সদস্য হলেন- পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী, উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী, এসআই মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আজহারুল ইসলাম, এএসআই আবদুল ওয়াদুদ, কনস্টেবল আরমান হোসেন, খোরশেদ আলম,  উকিল আহম্মেদ।

মামলার বাদী মাঈনুদ্দিনের আইনজীবী আজহারুল হক জানান,  গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের এনেক্স ভবনে ৬১ নম্বর দোকানে কম্পিউটার অপারেটর মো. মাঈনুদ্দিনকে ডিবির পরিচয়পত্র দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ডিবি সদস্যরা তাকে কিল ঘুষি মেরে সিএমপির গোয়েন্দা কার্যালয়ে তুলে নিয়ে যান। একটি মিথ্যা মামলায় দুই মাস ১৫ দিন কারাবাস শেষে জামিনে মুক্তি পান মাঈনুদ্দিন।

 

 

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।