ক্রাইমবার্তা রিপোট:: সুপ্রিম কোর্ট খুবই পবিত্র স্থান। তাই এখানে এমন কিছুই করা উচিত নয়, যা নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং পবিত্রতা কুলষিত হয়। এসব কথা বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য সরানো নিয়ে হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।
শ্রমিকরা যাতে তাঁদের ন্যায্যবিচার দ্রুত পেতে পারেন, সে জন্য বিচারকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান আনিসুল হক। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট যাতে কোনোরকম অরাজকতা না হয়, সেটা সকলের বিবেচনা করা উচিত।’
এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, অনেক জায়গাতেই শ্রম আদালত নেই। ফলে শ্রমিকরা তাঁদের বিচার চাইতে বিড়ম্বনায় পড়েন। তাই দ্রুত এসব জায়গায় আদালত স্থাপনের অনুরোধ জানান তিনি।
সূত্র: এনটিভি
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …