ক্রাইমবার্তা রিপোট:আহাদ আলী ,নওগাঁ ঃ স্বাধীনতা যুদ্ধে তৎকালীন শিক্ষার্থীদের যে বলিষ্ট ভূমিকা ছিল বর্তমান শিক্ষার্থীদের তা অনুসরণ করা উচিৎ। শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির কর্নধার। তাই মাদক আর জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি দেশকে এসব অপশক্তির হাত থেকে বাঁচাতে শিক্ষার্থীদেরই গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে নওগাঁ সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী, নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে কলেজের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর শুভাস সিংহ রায়, প্রফেসর উত্তম কুমার, প্রফেসর ড. শামসুল আলম ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে স্থানীয় ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …