গাজীপুরে মৃত পাগলের পুটলীতে পাওয়া গেছে ৪৫ সহস্রাধিক টাকা!

ক্রাইমবার্তা রিপোট: গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের জয়দেবপুর বাজার থেকে বুধবার মানসিক প্রতিবন্ধি (পাগল) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃত ওই ব্যাক্তির পুটলী থেকে ৪৫ সহস্রাধিক টাকা পাওয়া যায়। তার নাম আঃ কাদির (৭০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। 11

জয়দেবপুর থানার এসআই মোঃ ফিরোজ উদ্দিন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয়রা জানান, গাজীপুর শহরের জয়দেবপুর বাজার এলাকায় প্রায় ৩০ বছর আগে আব্দুল কাদির কাজের সন্ধানে আসে। গত ১০/১২ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সে ওই বাজার এলাকায় থাকতো ও ছেঁড়া কাপড় চোপড় পড়ে ঘুরাফিরা করতো। সবাই তাকে কাদির পাগলা বলে চিনতো। বাজারের ব্যবসায়ীরা তাকে খাওয়া দাওয়া করাতো ও সহযোগিতা করতো। মঙ্গলবার রাত ১১টার পর সে জয়দেবপুর মধ্যবাজারের সিরাজ মিয়ার দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। পরদিন (বুধবার) সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে। এসময় লাশের সঙ্গে থাকা একাধিক পুটলী থেকে ভাঁজ করা ৪৫ হাজার ৭৪২ টাকা সুস্থ্য অবস্থায় (ব্যবহারযোগ্য) এবং বেশ কিছু ছেঁড়া ও ব্যবহার অনুপযোগী (বাতিল) বিভিন্ন মূল্যমানের নোট উদ্ধার করে। পরে ওই বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে জানাযা শেষে তার লাশ বিকেলে গাজীপুর গোরস্থানে দাফন করা হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। মৃতের পরনে ছেঁড়া লুঙ্গি রয়েছে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আনুমানিক ৭০ বছর বয়সের ওই ব্যাক্তি বার্ধক্য জনিত কারনে মারা গেছে। তার কাছ থেকে প্রাপ্ত টাকাগুলো থানায় রক্ষিত আছে। তার আত্মীয় স্বজনদের সন্ধান পেলে ওই টাকা হস্তান্তর করা হবে।

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।