ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং সিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জাম নিয়ে সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ছাড়াও এর পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগুলো ‘নিক্ষেপযোগ্য’ অবস্থায় প্রস্তুত রয়েছে বলে জানান ইয়ক।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী দিবস উপলক্ষে দেশটির পূর্ব উপকূলে বিশাল সামরিক মহড়ায় প্রেসিডেন্ট কিম জং-উন উপস্থিত ছিলেন। প্রেসটিভি
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …