মোস্তাফিজ আগে যা পেয়েছে তাবিক

মোস্তাফিজ আগে যা পেয়েছে তা অস্বাভাবিক

স্পোর্টস রিপোর্টার | ২৬ এপ্রিল ২০১৭, বুধবার, ৯:০৭

গতবছর ১১ই আগস্ট ইংল্যান্ডে মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার হয়। এরপর সুস্থ হয়ে মাঠে ফিরলেও খুঁজে পাওয়া যাচ্ছে না কাটার মাস্টারকে। নিউজিল্যান্ড সফর, শ্রীলঙ্কা সফর কোনোটাতেই নিজের সেই আলো ছড়াতে পারেননি। এমনকি এবার আইপিএল-এ তার দল হায়দরাবাদের হয়েও খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ। তাতেও ছিলেন নিস্প্রভ। ভারত থেকে ফিরে এসে আজ তার দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পরিবর্তন করেছেন। ভারত থেকেই দলের সঙ্গে যোগ দিবেন ৩রা মে। তবে ফর্মহীন এই তরুণ পেসারকে নিয়ে যখন সবাই শঙ্কিত তখন দলের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজার শঙ্কা নেই মোটেও। তিনি বলেন, ‘ওর এখন যা ঘটছে, এটাই স্বাভাবিক। এর আগে সে যা পেয়েছে সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই চার-পাঁচ ম্যাচে ৩০ উইকেট পাওয়া অবিশ্বাস্য ব্যাপার! এখন তাকে অনেক কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে ব্যাটসম্যানরা পড়তে পারছে। সব দলে বিশ্বমানের কম্পিউটার বিশ্লেষক থাকে, তারা ওর শক্তির দিকগুলো বের করছে।’
তবে মোস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। তিনি বলেন, ‘তিন-চার মাস হয়েছে সে চোট কাটিয়ে ফিরেছে। ওর বয়সও বেশি নয়। সব মিলিয়ে যদি দেখেন, খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে। আমরা ওকে যদি চাপ দিই তবে পরিস্থিতি আরও কঠিন হবে। এরই মধ্যে প্রমাণ করেছে সে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। ওকে যদি নির্ভার রাখতে পারি, পেছনে কী করেছে সেটা প্রত্যাশা না করে যদি বাস্তবতার দিকে তাকাই, মনে হয় আগামী ১০ বছরে আমাদের জন্য সে বিরাট সম্পদ হবে।’

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।