পরমাণু অস্ত্রগুলো ‘তাক’ করে রেখেছে উত্তর কোরিয়া

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং সিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জাম নিয়ে সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।2
মঙ্গলবার পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ছাড়াও এর পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগুলো ‘নিক্ষেপযোগ্য’ অবস্থায় প্রস্তুত রয়েছে বলে জানান ইয়ক।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী দিবস উপলক্ষে দেশটির পূর্ব উপকূলে বিশাল সামরিক মহড়ায় প্রেসিডেন্ট কিম জং-উন উপস্থিত ছিলেন। প্রেসটিভি

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।