ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: সদ্য সমাপ্ত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ন্যাশনাল ফ্রন্টের কট্টরপন্থি লি পেন ৫৬ টি গ্রাম থেকে কোনো ভোটই পাননি। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি অঞ্চল, আরেকটি গ্রানোবল এবঙ মার্সেইলের কেনো জনগণ ন্যাশনাল ফ্রন্টকে একেবারে সমর্থন জানায়নি।
ওই দুটির অঞ্চলের মানুষ বিশেষত এল মার্সি (এগিয়ে চলো) দলের নেতা ম্যাক্রোঁ এবং সমাজন্ত্রী দলের নেতা জাঁ লুক ম্যালেঙ্কোঁকেই বিশেষভাবে সমর্থন জানিয়েছি।
যাই হোক, তারপরও লি পেন দ্বিতীয় রাউন্ডে লড়তে যাচ্ছেন ম্যাক্রোঁ’র সাথে।
দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মে। প্রথম রাউন্ডে ম্যাক্রোঁ একটু এগিয়ে আছেন লি পেনের কাছ থেকে।
শেষ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ম্যাক্রোঁ পেয়েছেন ২৪. ১ শতাংশ ভোট। আর লি পেন ২১. ৩০ শতাংশ ভোট। শুধু তাই নয়, হেরে যাওয়া প্রধান দুটি দলের নেতা ফ্রাঁসোয়া ফিলন এবং বেনোয়াঁ হ্যামনও সমর্থন জানিয়েছেন তাকে। সুতরাং দ্বিতীয় রাউন্ডে লি পেনের জন্য কঠিন হয়ে যাবে ম্যাক্রোঁর সঙ্গে লড়া। চূড়ান্ড লড়াইয়ে এখন ম্যাক্রোঁকেই শক্তিশালী ধরা হচ্ছে। সূত্র : ইন্ডিপেন্ডেট
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …