বিশ্বকাপের পর বিয়ে করব : সৌম্য

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:জাতীয় দলের একজন নির্ভরযোগ্য ওপেনার সৌম্য সরকার। খেলার বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। সদালাপি এই ক্রিকেটার খেলা এবং তার বাইরের বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যানের ব্যক্তিগত জীবনের নানা বিষয় পাঠকদের জন্য তুলে ধরা হলো :   26

খেলার মাঠে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। আজ খেলার বাইরের বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই?

সৌম্য সরকার :  আসলে খেলাই তো আমার জীবন। খেলাই আমার সব। তারপরও বলুন, কী নিয়ে কথা বলতে চান?

খেলার পর আপনার অবসর সময়টা কাটে কী করে?

সৌম্য সরকার : গান শুনে, সিনেমা দেখে।

কোন ধরনের সিনেমা আপনার পছন্দ?

সৌম্য সরকার :  তামিল ছবি আমার খুবই প্রিয়। তবে বলিউডের ছবিও দেখা হয়।

আপনার প্রিয় সিনেমার নাম কী? 

সৌম্য সরকার :   আমার প্রিয় সিনেমা  ‘লগন’।

প্রিয় নায়ক কে? 

সৌম্য সরকার  : আমি সালমান খানের খুবই ভক্ত। শুধু তাঁর সিনেমাই নয়, তাঁর সব কিছুই আমার ভালো লাগে।

সালমান খান তো এখনো বিয়ে করেননি। আপনার বিয়ের খবর কী? 

সৌম্য সরকার : (একটু ভেবে) ঈশ্বর সহায় হলে আগামী বিশ্বকাপের দলে যদি সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। ২০১৯ বিশ্বকাপের পরই বিয়ে করার ইচ্ছে। আপাতত এ রকমই ভেবে রেখেছি।

সিনেমা তো দেখেন। টিভি নাটক কী দেখা হয়? 

সৌম্য সরকার : হ্যাঁ, দেখি। মোশাররফ করিম  ও চঞ্চল চৌধুরী আমার প্রিয় অভিনেতা।

শুনেছি গানও শোনেন। প্রিয় সংগীত শিল্পী কে?

সৌম্য সরকার  :  হ্যাঁ, শুনি। জেমস, আমার প্রিয় শিল্পী।

এবার খাবার প্রসঙ্গে আসা যাক। আপনার প্রিয় খাবার কী?

সৌম্য সরকার :  হাসের মাংস।

কখনো রান্না করেছেন?  

সৌম্য সরকার : কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। একদিন মাকে বলেছিলাম, ‘মা  আজ খিচুড়ি রান্নাটা শিখে নিলে ভালো হতো। কখনো  যদি কাজে  লাগে।’ দুপুরে খাওয়ার সময় কথাটা বলি। তখন  আমার বাবা, বোনও ছিল।  পরে তারা সবাই মিলে আমাকে রান্না শেখানোর চেষ্টা করেছিল সেদিন। তবে একটা রান্না আমি করতে পারি, ডিম ভাজি।

আপনার প্রিয় ক্রিকেটার কে?

সৌম্য সরকার :  যুবরাজ সিং।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।