ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিমকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে শহরের গাঙ্গিনারপাড় আসাদ মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আব্দুল করিমের নামে পাঁচটি মামলা রয়েছে। তিনটি মামলায় তিনি আদালত থেকে জামিন নিলেও দু’টি মামলায় জামিন নেননি। রাত পৌনে আটটার দিকে গাঙ্গিনারপাড় আসাদ মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ওই দুই মামলায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এদিকে আব্দুল করিমের ছেলে কামরুল হাসান বাবু জানান, রাত পৌনে আটটার দিকে তার পিতা আব্দুল করিম দোকান থেকে বের হওয়ার পরই সাদা পোশাকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে