ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়ান ট্রফির জন্য চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা বেধে দিয়েছিলো আইসিসি। সময়সীমা শেষ হলেও এখনো স্কোয়াড ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়ান দল ভারত। ফলে ধোয়াশায় আছে ভারতের অংশগ্রহণ নিয়ে।
ভারত দল না দিলেও এরইমধ্যে অন্য ৭টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এদিকে আইসিসি প্রস্তাবিত রেভেনিউ পদ্ধতিতে আয় অনেকটা কমে যাওয়ায় চ্যাম্পিয়ান ট্রফির বয়কটের হুমকি দিয়েছিলো ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা যদি মে মাসের ৫ তারিখে দল দেই তাহলে আইসিসি কি আমাদের বাদ দিতে পারবে? আমাদের দলে কারা খেলবেন এটা সবার জানা।
এদিকে ২৭ এবং ২৮ এপ্রিল আইসিসির সভায় একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে সিদ্ধান্ত পক্ষে না গেলে চ্যাম্পিয়ান ট্রফিতে খেলবে না ভারত।
তবে কোন বিশেষ কারণে সময়সীমা শেষ হবার পরেও দল দেবার নিয়ম আছে কিন্ত তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে। সূত্র : যমুনা টিভি
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …