সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে সংস্কৃতিকর্মীদেরও ‘আপত্তি’

ক্রাইমবার্তা রিপোট:সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের অনুকরণে নির্মিত ভাস্কর্য স্থাপন করায় আপত্তি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরাও। তবে তাঁদের আপত্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য নিয়ে নয়,  থেমিসের ‘বিকৃত ভাস্কর্য’ নির্মাণ নিয়ে।

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণে গিয়ে ভাস্কর্য নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন সংস্কৃতিকর্মীরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ।

রামেন্দু মজুমদার বৈঠক শেষে এনটিভি অনলাইনকে মুঠোফোনে জানান,‘আমরা যা বিশ্বাস করি তা নিয়ে কথা বলেছি। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেসব প্রতিবন্ধক তা প্রতিহত করতে আহ্বান জানিয়েছি। তখন ওবায়দুল কাদের আমাদেরকে বলেছেন,‘আপনাদের এ চিন্তার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও এ চিন্তা নিয়ে রাজনীতি করি।’

রামেন্দু মজুমদার আরো  বলেন, ‘ইসলামিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলতে গেলে কাদের আমাদের বলছেন এটা আমাদের রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। আমরা তাদের সঙ্গে কোনো আঁতাত করিনি।’

রামেন্দু মজুমদারের বক্তব্যের সঙ্গে কিছু তথ্য যোগ করেন নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, ‘আমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছি। সারা দেশের ভাস্কর্য নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আমাদের সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা তো সরকারি পৃষ্ঠপোষকতায় ভাস্কর্য নির্মাণ করেছি। সুতরাং ভাস্কর্য নিয়ে বিরোধিতা করার প্রশ্নই উঠে না। কিন্তু থেমিসের বিকৃত ভাস্কর্য নিয়ে আমাদের দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করেছেন। আমরাও তা-ই বলছি। আসলে এই বিকৃত ভাস্কর্য দিয়ে জনগণকে আমরা কী বোঝাব?’ তাঁর এই যৌক্তিক বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়েছি।’

গোলাম কুদ্দুছ বলেন,‘আমরা পহেলা বৈশাখ উদযাপনে প্রশাসনিক বাধ্যবাধকতা এবং মঙ্গল শোভাযাত্রার অনিবার্যতাসহ প্রগতিশীল চিন্তা পরিপন্থী কোনো কাজ সরকার যেন না করে তা নিয়ে কথা বলি। জবাবে ওবায়দুল কাদের আমাদের আশ্বাস দেন এবং আমাদের সব আন্দোলনে তাদের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।’

এ বিষয়ে ভাস্কর মৃণাল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি থেমিসের প্রতিকৃতি নির্মাণ করিনি। বাঙালির চিরায়ত নারীর প্রতিকৃতি নির্মাণ করেছি।‘

এই বৈঠকের পর ২০ মে ঘোষিত সংস্কৃতিকর্মীদের কনভেনশন ঠিক থাকবে কি না, এই প্রশ্নের জবাবে রামেন্দু মজুমদার বলেন, কনভেনশন পূর্বপরিকল্পনা অনুযায়ীই হবে।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ওবায়দুল কাদের ছাড়াও ছিলেন বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।