পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 20বুধবার বিকালে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখা মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ মুরাদুল ইসলাম এর পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ রহমত উল্লাহ হাওলাদার, প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, জুনিয়র ইউনিট অফিসার মোঃ লুৎফর রহমান, ফিল্ড অফিসার মোঃ আছাদুজ্জামান সহ ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে ১৯৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

পাইকগাছায় উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার বিকালে তোকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মুরাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, জুনিয়র ইউনিট অফিসার মোঃ লুৎফর রহমান, ফিল্ড অফিসার মোঃ আছাদুজ্জামান ও মেহেদী হাসান, চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক গোলাম মোস্তফা। কর্মশালায় ০৫ নং এরিয়ার ৪৯/৫১/৫২ নং কেন্দ্রের ৬০জন নারী সদস্য অংশগ্রহণ করেন।

পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টা ব্যাপী কলম বিরতি পালন
পাইকগাছা প্রতিনিধি ॥
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, পেনশন-গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়া সহ সরকারী কোষাগার থেকে প্রদান করার দাবীতে ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করা হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের স্থানীয় সভাপতি জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি শেখ জিয়াউর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, মৃণাল কান্তি সানা, বিকাশ চন্দ্র ঘোষ, ইমদাদুল হক, কবিতা রানী গাইন, হেমেন্দ্রনাথ গাইন, মুজিবর রহমান, কৌশিক মন্ডল ও নূরুল ইসলাম। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্র“তি বাস্তবায়নে অবিলম্বে সরকারী কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান।
শিব্সা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সদস্যের পিতার মৃত্যুতে গভীর শোক
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার শিব্সা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সদস্য আফরোজা পারভীন শিল্পীর পিতা আবু তাহের গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শিব্সা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি সুরাইয়া বানু ডলি, সহ-সভাপতি লুৎফা ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমিন নাহার, কোষাধ্যক্ষ অনিতা রানী মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মমতাজ পারভীন মিনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক জিন্নাতুন্নেছা পান্না, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক লিলিমা খাতুন, উম্মে হায়াত মেহেরা বানু, তরুণ কান্তি মন্ডল ও সোমা রায়।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।