পৃথিবীর মানচিত্র থেকে ব্রিটেনকে মুছে ফেলার হুমকি

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে জড়ালে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে যুক্তরাজ্য। বুধবার এমন হুঙ্কার ছেড়েছেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত কর্নেল ফ্রাঞ্জ ক্লিন্টসেভিচ। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব মাইকেল ফ্যালনের এক বক্তব্যের জেরে এমন মন্তব্য করেন ক্লিন্টসেভিচ। সম্প্রতি ফ্যালন বলেছিলেন, ‘যদি প্রয়োজন হয় তবে প্রথমেই পারমানবিক আঘাত হানতে প্রস্তুত থেরেসার সরকার।’23
ক্লিন্টসেভিচ বলেন, ‘সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে, প্রথমেই আপনাকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাতিল করতে হবে। এরপরও যদি ব্রিটেন এটি লঙ্ঘন করে তবে বৃহত্তম দেশ হলেও এটি পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে।’
ক্লিন্টসেভিক ফ্যালোনের মন্তব্যকে ঘৃণ্য বলে অভিহিত করে বলেছেন, এটি নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য।
তিনি আরও বলেন, ‘ফ্যালোনের বক্তব্য ঘৃণ্য মানসিকতার পরিচয় দিচ্ছে। বাস্তবিক এ বিষয়টিকে নিকৃষ্ট বলে মনে করা হচ্ছে। একটি যুক্তিসংগত প্রশ্ন উঠে যে, ব্রিটেন কার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে? যদি তারা একটি রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় তবে সে ক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য করা যায়। যারা ১৯৪৫ সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তিনি সম্ভবত তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চান। তবে ওই সময়টা চিরতরে চলে গেছে। আর ব্রিটিশ সা¤্রাজ্য এই নতুন যুগে তার সূচনা করতে চাইছে।’ দ্য ইনডিপেন্ডেন্ট

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।