ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতাত্তর পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুর্শা ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ওমার আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আহম্মদ আলী। বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মাজিহাট ক্যাম্প-ইন-চার্জ এএসআই মিজানুর রহমান, বীর মুক্তি যোদ্ধা আযুব আলী, কুর্শা ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্য আরব আলী মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ইকতার মেম্বার। প্রধান অথিতির বক্তব্যে জাসদ নেতা আহম্মদ আলী বলেন, সরকার শিক্ষা বিস্তারের প্রতি বিশেষ নজর দিয়েছে। আধুনিক শিক্ষায় জাতিকে শিক্ষা দেওয়ার আপ্রান চেষ্টা করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় সংখ্যক ল্যাব ও ক্লাস রুমের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাসদ সভাপতি ও সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’ র ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়ে বেশ কিছু উন্নয়নমুলক কাজ সংঘটিত হয়েছে এবং অব্যাহত রয়েছে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য,সদস্যা, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুর রহমান সাইদারের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাসদ নেতা অাহম্মদ আলী দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সুকমান আলীসহ সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।