শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো ॥ শ্যামনগরে উপজেলার কৈখালী ইউনিয়নের সায়েব খালীর গ্রামে বসতভিটা জবর দখলে বাধা দেওয়ায় দখলকারীদের লাঠির আঘাতে স্বামী-স্ত্রী মারত্মক আহত। বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল। 27
হাসপতালে চিকিৎসাধীন আহত হাসিনা বেগম জানান, কৈখালী মৌজার এস,এ ৬১২ ও হাল দাগ ৩৮০৬ ডিপি ৬২২ জমির পরিমান ৪৬ শতক, তার স্বামী ও তার ভাইরা কোবলা করে আনমানিক ৫০ বছর যাবৎবসবাস করে আসছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় একই এলাকার কামরুজ্জামান, রাজ্জাক, জয়নাল ও হজরত আলী দা ও লাঠি নিয়ে তাদের বসত ভিটা দখলের জন্য গাছ গাছালি কাটতে থাকে। এ সময় আঃ জলিল ও তার স্ত্রী হাসিনা বাধা দিলে দখলকারীরা দা ও লাঠি নিয়ে তাদেরকে মারাত্মক আহত করে। বর্তমানে তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।হাসিনার অবস্তা আসংকাজনক। উক্ত জলিল জানায়, দখলকারীরা ২০১৫ সালে একই ভাবে দখল করার চেষ্টা করে। এ সময় স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সমাধান হয়। ঐ সময় জলিল এর ভাই বারী বাদী হয়ে ঐ দখলকারীদের নামে শ্যামনগর থানায় গত ১২/০৭/২০১৫ তারিখ ৪৯২ নং জিডি করে।

 
শ্যামনগর উপজেলা প্রেক্লাবের পক্ষ থেকে
ইউএনও কে বিদায়ী সংবর্ধনা
মোস্তফা কামাল, শ্যামনগর ॥ শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম এর এ.ডি.সি হিসেবে প্রমোশন হওয়ায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সহ বিভিন্ন সংস্থা বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করে। গতকাল বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আকবর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত ২ বছরে শ্যামনগরে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের বিবরণ দেন এবং তার পরিকল্পিত অসামাপ্ত কাজগুলির পরিকল্পনা ব্যক্ত করেন। প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা শেখ আফজালুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা ও প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমন।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।