ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে বিরাজ করছে উত্তেজনাকরর পরিস্থিতি। যে- কোনো মুহূর্তে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। উত্তর কোরিয়া হুমকি দিচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর। যুক্তরাষ্ট্র নিষেধ করছে বারবার। উত্তর কোরিয়া বলছে তোমরা নিষেধ করার কে? তোমরা মাতব্বরী বন্ধ করো। যতোদিন তোমাদের আগ্রাসন চলবে ততোদিন আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চলবে। কিন্তু, যুক্তরাষ্ট্র কি সহ্য করবে উত্তর কোরিয়ার বাড়াবাড়ি? ট্রাম্প কি শুনবেন উনের কথা!
না, তা হয় না। তাই ট্রাম্প রণতরি পাঠিয়ে দিয়েছেন কোরীয় উপকূলে। কোরিয়াও তার শক্তিমত্তা দেখাতে শুরু করেছে সামরিক মহড়া। এই নিয়ে উদ্বিগ্ন সারাবিশ্ব। খড়ের গাদা প্রস্তুত। যেকোনো মুহূর্তে একটু স্ফূলিঙ্গে জ্বলে উঠবে দাবানল। একটা ভুলে নেমে আসতে পারে বিপর্যয়। যে- কোনো পক্ষের একটু উস্কানিতে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই অবস্থার মধ্যে ৪০ দেশের নারী ট্রাম্পের কাছে চাইলেন শান্তি। ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়ে তারা আবেদন করলেন, আপনিই একমাত্র এই মুহূর্তে আমাদের শান্তি দিতে পারেন। হুমকির বিনিময়ে হুমকি না দিয়ে আপনি আলোচনায় বসুন। আলোচনাই শান্তি আনতে পারে।
এই ৪০ দেশের নারীর মধ্যে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নারীরাও। ‘ওইমেন ক্রুজ’ নামের সংগঠন থেকে একটি চিঠি ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। এই চিঠিতে আছে বিভিন্ন দেশের
প্রতিনিধিত্বকারী নারীদের স্বাক্ষর। তারা তাদের চিঠিকে ‘আমাদের নিজস্ব স্কুড ক্ষেপণাস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে তাদের একতার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে। দ্য নিউ ইয়র্ক টাইমস
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …