মিরপুরের ছাতিয়ানে উন্মুক্ত বাজেট সভা

ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ানে উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদ হল রুমে মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন থেকে বার নির্বাচিত চেয়ারম্যান জসিমউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাছের আলী জোয়ার্দার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী, ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা ফিরোজ আল মামুন, ভূমি কর্মকর্তা মনোয়ারা খাতুন, হাসেম আলী মেম্বারসহ স্থানীয় ইউপি সদস্যরা। 28এতে ১৩৪০১৫০ টাকা রাজস্ব এবং ৯১৪১৮১৬ টাকার উন্নয়ন বাজেট আবার সর্ব সাকুল্যে ১০৪৮১৯৬৬ টাকার বাজেট প্রনয়ন করা হয়। বাজেট সভায় সভাপতির বক্তব্যে জসিমউদ্দিন বিশ্বাস বলেন, সরকার সকল খাতকে সমান গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য অাহব্বান করেছে।ছাতিয়ান ইউপি সচিব আকরামুল হকের সঞ্চালনে  এসময় সকল ইউপি সদস্য, যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক বক্কর, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।