ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৯ দিন গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে অচেতন অবস্তায় বিনা চিকিৎসায় থাকার পর বৃহস্পতিবার এক ব্যক্তি মারা গেছে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসি জানায়, ৯ দিন পূর্বে কোন এক ট্রেনে ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ট্রেনের যাত্রীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় শ্রীপুর রেল স্টেশনে নামিয়ে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার চিকিৎসা না করেই অজ্ঞাত অচেতন ওই ব্যাক্তিকে ফেরত দেন। পরে স্থানীয়রা তাকে আবার শ্রীপুর রেল স্টেশনের প্লাট ফর্মে রেখে যায়।
এসময় প্রতিবন্ধী জনৈক মানিক ওই ব্যক্তিকে প্লাট ফর্মের এক কোনে রেখে বাজার থেকে টাকা তুলে প্রাথমিক চিকিৎসা করান। ৯ দিন পর বৃহস্পতিবার ওই ব্যক্তি শ্রীপুর রেল স্টেশনের প্লাট ফর্মে অচেতন অবস্থায় বিনা চিকিৎসায় মারা যায়।
শ্রীপুর রেলওয়ের ষ্টেশন মাষ্টার শাহজাহান মিয়া জানান অজ্ঞাত ওই ব্যক্তি স্টেশনে অচেতন অবস্থায় পরে ছিল, তার কোন পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন জানান বেওয়ারীশ লাশ হিসেবে পৌর কবরস্থানে অপ্সাত ওই ব্যাক্তিকে দাফন করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বিধায় থানা পুলিশের কিছু জানা নেই।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …