ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের অপসারিত ছয় শিক্ষককে পুনর্বহাল এবং ওই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধে মহাসড়ক সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রীসাধারণ।পরে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে বেধড়ক লাঠিচার্জ করে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত অবস্থায় সিমান্ত, সানি আহম্মেদ, প্রীতি আক্তার, সবুজ মিয়া, সজিব আহম্মেদ, সাদিয়া আক্তার ও জুবায়ের হোসেনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ওই স্কুলের শিক্ষার্থীরা জানায়,টঙ্গী আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক হারুন-অর-রশিদ, আবু বকর সিদ্দিক, এনামুল হক রাজা, মজনু সরকার, দুলাল উদ্দিন ভূঁইয়া ও ফাহিমা আক্তারকে সম্প্রতি মিথ্যা অজুহাতে অপসারণ করে বিদ্যালয় পরিচালনা কমিটি। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তারা জানান, প্রধান শিক্ষক নিজে দুর্নীতিগ্রস্থ। তিনি এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়েছেন। এর প্রতিবাদ করায় ওই ছয় শিক্ষককে অপসারণ করা হয়।
স্থানীয়রা জানায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। পরে পুলিশ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এতে ২০ শিক্ষার্থী আহত হয়।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ ও ছয় শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে বেলা ১২টার দিকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
###