দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্তে শেখ হাসিনাকে ধন্যবাদ :শামসুজ্জামান দুদু

ক্রাইমবার্তা রিপোট: হাওর অঞ্চলের দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে তিনি এ ধন্যবাদ জানান। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।7
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী ৩০শে এপ্রিল আপনি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু ভুটান সফরের আগে আপনার উচিত ছিলো দুর্গত এলাকা পরিদর্শন করা। এরপরেও আপনি বিরোধী দলের চাঁপের মুখে হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে গিয়ে আপনার দেখা উচিত কেন আমরা হাওর অঞ্চলগুলোকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি’।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি উপলক্ষ্যে এ মানববন্ধনে তিনি বলেন, ‘সরকারি মন্ত্রী এমপিরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে। আমরাও নির্বাচন করতেই চাই। তবে ২০১৪ সাল থেকে আমরা বলে আসছি সুষ্ঠ ও নিরপেক্ষ সরকার বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে নামই দেয়া হোক না কেন আমরা নির্বাচনে যাবো’।
প্র্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি সঠিক নির্বাচন চান তাহলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ মামলাসহ সকল নেতাকর্মীদের মামলা প্রতাহার করুন। নির্বাচনী পরিবেশ তৈরি করুন, আলোচনায় বসুন। অন্যথায় বিএনপি কর্মসূচি দিলে দেশে যে পরিস্থিতি তৈরি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।