ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর(সাতক্ষীরা)ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর কলবাড়ি হ্যাচারীতে সফল ভাবে কাঁকড়া উৎপাদন শুরু হয়েছে। বাংলাদেশে এই সর্ব প্রথম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়িতে কাঁকড়া হ্যাচারী স্থাপিত হয়েছে। ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হ্যাচারীতে বছরে ৪০ লাখ কাঁকড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ হ্যাচারী থেকে উৎপাদিত পোনা কৃষকরা জমিতে চাষ করে বছরে প্রায় ৩৯ কোটি টাকা আয় করতে পারবেন। গত ইং ৬ এপ্রিল ২০১৬ তারিখে পি,কে এস,এফ চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ কাঁকড়া হ্যাচারীর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। হ্যাচারীটি আনুষ্ঠানিক ভাবে গত ২৭ আগষ্ট ২০১৬ তারিখ কাঁকড়া উৎপাদনের মধ্য দিয়ে প্রথম ধারাবাহিক অগ্রযাত্রা শুরু করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাঁকড়া চাষ খাতে টেকশই উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস,এফ) এর বাস্তবায়নে এবং শ্যামনগর নওয়াঁেবকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে বিকাশমান এ কাঁকড়া হ্যাচারীটি স্থাপন করা হয়। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এন,জি,এফ) নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান জানা,হ্যাচারীতে সফল ভাবে কাঁকড়ার পোনা উৎপাদন হওয়ায় উৎপাদিত কাঁকড়া কৃষকরা স¦ল্প ব্যয়ে চাষ করছেন এবং প্রতিবছর এ কাঁকড়া হ্যাচারীর উৎপাদিত পোনা থেকে কৃষকরা চাষ করে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশা পাশি কর্ম সহায়ক মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …