দেশে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : জামায়াত

ক্রাইমবার্তা রিপোট:পয়লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ বলেছেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বিশ্বের শ্রমিক সমাজ তা থেকে অনুপ্রাণিত হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসছেন।

 

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মকবুল আহমাদ বলেন, সারা বিশ্বের শ্রমিক সমাজ ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন করলেও এখন পর্যন্ত তারা তাদের ন্যায্য অধিকার পুরোপুরি আদায় করতে সক্ষম হননি। এ কথা আজ অত্যন্ত স্পষ্ট, মানব রচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। ‘শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য’ রাসূলে করীম হযরত মুহাম্মদ (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্যে রাসূলে করীম (সা.) এর তাগিদ বাস্তবায়নের মধ্যেই মালিক এবং শ্রমিক উভয়ের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাঝে মাঝেই শ্রমিকরা রাস্তায় নেমে ন্যায্য অধিকারের দাবি জানালেও এখন পর্যন্ত তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত হয়নি। ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি আসতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হওয়া সম্ভব। বিজ্ঞপ্তি।

 

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।