ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন বূরোপ্রধান:“ বিরোধ হলে শুধূ মামলা নয় , লিগ্যাল এইড অফিসে আপোষও হয় ” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বনান্ড্য র্যালি ও আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রকবার সকালে জেলা আইন সহায়তা কমিটির (লিগ্যাল এইড উদ্যোগে একটি র্যালির আয়োজন করেন। র্যালি টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আইন সহায়তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, লক্ষ্মীপুর এর চেয়ারমম্যান ,জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ ড. এ, কে, এম , আবুল কাশেম সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাননীয় বিচারপতি মো; আকরাম হোসেন চৌধূরী , বাংলাদেশ সুপ্রীম কোর্ট ,হাইকোট বিভাগ , বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আবু তাহের, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উল্লাহ চৌধূরী , অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধূরী , পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন , সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ ,জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারন সম্পাদক মো: নুরুল হুদা পাটওয়ারী, সাবেক সভাপতি মো; হাফিজুর রহমান,সাধারন সম্পাদক নূর উদ্দিন চৌধূরী নয়ন, সরকারী কৌশুলী শ্যামল কান্তি চক্রবর্ত্তী ,উপজেলা চেয়ারম্যান রায়পুর ,আলতাফ হোসেন হালাদার, কমলনগর সৈয়দ মোহাম্মদ শামছুল আলম,রামগতি, আবদুল ওয়াহেদ,জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হাসান আল মাহমুদ,জেলা নির্বাহী পরিচালক, জেমস আসাদুজ্জামান, জেলা লিগ্যাল এইড কমিটি সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন , গরীব দু:খি মানুষের হয়রানি রোধের জন্যই লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে সরকার । গ্রামের দরিদ্র মানুষদেরকে বিনা খরছে আইনী সহায়তা নিশ্চিত করা হবে। একই সাথে মামলার জট কমানো হবে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …