রাজশাহীতে পুলিশ মেসে এসির ঝুলন্ত লাশ

রাজশাহীতে পুলিশ মেসে এসির ঝুলন্ত লাশ
রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৭,

অ-অ+

রাজশাহীতে পুলিশ মেস থেকে মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) সরফরাজ হোসেনের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সরফরাজ আরএমপির রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

সরফরাজের বাবা এম ওবায়দুল্লাহ পুলিশের সাবেক ডিআইজি ছিলেন। তবে তিনি দিনাজপুর জেলা কোটায় পুলিশে চাকরি নেন।

পুলিশের এই কর্মকর্তার মৃত্যুতে মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার বেলা ১১টার পরও সরফরাজ ঘুম থেকে না জাগায় ডাকাডাকি করেন অন্যরা। কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

সরফরাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ধারণা করছে পুলিশ।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।