ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ইরানি টিভি মোগল হিসেবে পরিচিত সাইয়িদ কারিমিয়ানকে ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয়েছে। তার কুয়েতি ব্যবসায়িক অংশীদারকেও গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
ইরানবিরোধী প্রচারণা চালানোর দায়ে তেহরানে কারিমিয়ানকে তার অনুপস্থিতিতে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
তিনি ছিলেন জেম টিভির সিইও। তিনি ফারসি ভাষায় পাশ্চাত্যের অনুষ্ঠানগুলো ইরানে প্রচার করতেন।
জেম গ্রুপ প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে। পরে তা দুবাইতে সম্প্রসারণ করা হয়। প্রতিষ্ঠানটির ১৭টি ফারসি ভাষার চ্যানেল রয়েছে। এছাড়া কুর্দি, আজেরি ও আরবি ভাষাতেএ এর সম্প্রচার রয়েছে।
সূত্র : বিবিসি
Check Also
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …