প্রকাশ : ০১ মে ২০১৭, ১২:১০:০০
আওয়ামী লীগকে শ্রমিক বান্ধব সরকার উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শ্রমিকের বেতন বাড়ে, সুযোগ-সুবিধা বাড়ে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের র্যা লি পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকের রক্ত ঝরে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে কলকারখানা বাড়ে, কর্মসংস্থান বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে কলকারখানা বন্ধ হয়ে যায়। শ্রমিকদের রক্ত ঝরে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে হাওয়া ভবনে বসে তারা খোয়াব দেখছে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।