গরু জবাই করবে সন্দেহে দুই মুসলিমকে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০১৭,
ফাইল ছবি
অ-অ+

গরু জবাই করবে সন্দেহে ভারতে দুইজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার আসামের নগাঁও জেলায় এঘটনা ঘটে। খবর বিবিসি বাংলা’র।

নিহতদের একজনের নাম আবু হানিফা এবং অপরজনের নাম রিয়াজউদ্দিন আলী।

আসামের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দেবরাজ উপাধ্যায় জানান, দুই ব্যক্তি গ্রামের মাঠ থেকে ‘গরু চুরি করার সময়’ গ্রামবাসীরা তাদের ধাওয়া করে এবং লাঠি দিয়ে পেটায়। জবাই করার উদ্দেশ্যে গরু চুরি করছিল-এমন সন্দেহ থেকেই ওই দুজনকে আক্রমণ করে তারা।

হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগেও ভারতে মুসলমানদের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোকে এজন্য দায়ী করা হয়।

একটি মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালের মে মাস থেকে গরু ইস্যুকে কেন্দ্র করে ১০ জন মুসলমানকে হত্যা করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ২০১৪ সালে ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর এ ধরনের হামলা বেড়েছে।

এসব ক্ষেত্রে গুজব ছাড়ানো হয়েছে যে, তারা গরুর মাংসের জন্য গরু কেনা-বেচা এবং জবাই করছে। এ ধরনের এক অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোরকেও হত্যা করা হয়েছে।

মূলত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এসব হত্যাকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।