ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:শাকিব খানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।১ মে চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, সদস্য উপদেষ্টা চিত্রনায়ক আলমগীর সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩০ এপ্রিল শাকিব খান পরিচালকদের সম্পর্কে তার দেওয়া অনাকাঙ্খিত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। আজকের সভায় বিস্তারিত আলোচনা শেষে শাকিব খানের সঙ্গে সিনেমা করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিল তা প্রত্যাহার করা হলো।’
তবে সকল সংগঠনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে চলচ্চিত্রের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরীর সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনগুলো। এই নীতিমালা ভাঙলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শাকিব খান বাংলাদেশের নির্মাতাদের ছোট করেছেন বলে অভিযোগ ওঠে। ‘শাকিব বলেছিলেন বাংলাদেশে ভালো ছবি বানানোর মতো নির্মাতা, টেকনিশিয়ান নেই।’
এ নিয়ে চলচ্চিত্র সমিতিসহ ১২টি সংগঠন তাকে বয়কটের ঘোষণা দেয়। ওই বক্তব্য নিজের ভুল বলে ক্ষমা চেয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই দিন আমার মানসিক অবস্থা ভালো ছিলো না।’
রোববার সন্ধ্যায় এফডিসির পরিচালক সমিতির সভাকক্ষে পরিচালক সমিতির সাথে শাকিব খানের সমঝোতা বৈঠক হয়।এ সময় শাকিব খান পরিচালক সমিতির কাছে তার আপত্তিকর কথার জন্য ক্ষমা চান। উপস্থিত সাংবাদিক ও সবার সামনেই নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন।নায়ক আলমগীর ও সোহেল রানার উদ্যোগে এই বৈঠক হয়।