ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার, স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় ‘দুনিয়ার মজদুর এক হও’ শ্রমিক মালিক গড়ব দেশ,এগিয়ে যাবে বাংলাদেশ’’এই শ্লোগানকে সামনে রেখে বঞ্চিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ১৩১বছর পেরুল। হাজার বছরের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকেরা। শ্রম ঘন্টা কমিয়ে আনার দাবিতে এই দিনে শ্রমিকরা যুক্তরাষ্ট্রের সব শিল্পঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্দ রাখেন। শ্রমিক সমাবেশে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ ৮৫হাজার বিক্ষুদ্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রান হারায়। এদিকে হে মার্কেটের ওই শ্রমিক অসন্তোষের আগুন জ্বলে উঠে গোটা দুনিয়ায়। গরে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় তৎকালীন যুক্তরাষ্ট্র সরকার। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তজার্তিক শ্রমিক সন্মেলন শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১লা মে আন্তজাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষনা করা হয়। ১৮৯০সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস হিসেবে পালন করতে শুরু করে। তারই ধারাবাহিকতায় রক্তদিয়ে কেনা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এ দিনটিকে কলারোয়া উপজেলার প্রশাসন, জাতীয় শ্রমিকলীগ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিকলীগ, থ্রী-হুইলার মালিক সমিতি, হোটেল শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক, ভ্যান-রিকশা ও পেশাজীবি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের নেতৃত্বে আয়োজনে সোমবার সকালে ইউনিয়নের নিজস্ব অস্থায়ী ভবন বাসস্টান্ডের সামনে থেকে খন্ড খন্ড মিছিল ও বিশাল র্যালীর মধ্যে দিয়ে মহান মে দিবস পালন করল শ্রমিক সংগঠন। র্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলশীডাঙ্গা ইউরেকা তেল পাম্পের পাশে ইউনিয়নের কার্য্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হন। কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্র্মকর্র্তা উত্তম কুমার রায়। এসময় তিনি বলেন, শ্রমিকদের এই আতœত্যাগ ও রক্ত¯œাত ঘটনার মধ্যে দিয়ে দৈনিক কাজের সময় ৮ঘন্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়। শ্রমিকদের আতœত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিল শ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়, তাদেরও বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন রয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিমের পরিচালনায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু,সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সম মোর্শেদ আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুুজ্জামান শাহাজাদা,সহ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সমবায় কর্মকর্তা নওশের আলী, পল্লী বিদ্যুৎ জোনাল সভাপতি সাইফুল্লাহ আজাদ, হ্যান্ডলিং শ্রমিকলীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শ্রমিক নেতা মফিজুল ইসলাম লাভলু, লাল্টু ইসলাম, আতাউর রহমান, আবু সাঈদ, হাসান পিন্টুসহ বিভিন্ন সংগঠনের সভাপতি/সম্পাদক এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। এদিকে আলোচনা সভা শেষে ইউনিয়নের পক্ষ থেকে ৩জন মৃত শ্রমিক শহিদুল ইসলামকে ১৫ হাজার, আজিজুল ইসলামকে ১৫ হাজার ও মফিজুল ইসলাম ১০ হাজার করে তিন পরিবারকে ৪০ হাজার টাকা মরন্বাত্তর ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …