ক্রাইমবার্তা রিপোট:মহিনুল ইসলাম সুজন,নীলফামরী প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় মঙ্গলবার দুপুরে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গি, সন্ত্রাসনির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারের আয়োজন করেন খালিশা চাপানি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মাদক, জঙ্গি, সন্ত্রাস নির্মূল ও বাল্যবিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ডিমলা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ,উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সোহরাব হোসেন, ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ সরকার, সাবেক চেয়ারম্যান মঈনুল হক, ইসমাইল হোসেন, ছোটখাতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বজলার রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম প্রমুখ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …