শ্যামনগরের প্রবীণ চেয়ারম্যান ফজলুল হক আর নেই

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল ঃ শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক মোড়ল (৯০) বার্ধক্য জণিত কারণে মৃত্যু বরণ করেছেন। তিনি গত ২ মে ভোর ৬ টার দিকে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি নওয়াবেঁকী গ্রামের মৃতঃ ফটিক মোড়ল এর পুত্র। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ কন্যা, ৩ পুত্র সহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন। তিনি নওয়াবেকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল কবীর বাবলুর পিতা ও গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জি এম মাসুদুল আলমের শ্বশুর। 2শ্যামনগর উপজেলা অঙ্গনে নওয়াবেঁকী অঞ্চলে বিদ্যুৎ লাইনের রুপকার, ১৯৬৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত আটুলিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান/ইউপি প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফজলুল হক মোড়ল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির প্রতিষ্ঠা, রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট ইত্যাদি নির্মান করেছিলেন। তিনি আটুলিয়া, বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ী ও প্রতাবনগর ইউনিয়ন গুলোর সমন্বয়ে নওয়াবেঁকী কে থানায় উন্নীত করতে চেয়েছিলেন।কিন্তু সে স্বপ্ন বাস্তবায়িত হল না। তিনি উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে শ্যামনগরের বিভিন্ন অঞ্চল থেকে তার আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ছুটে আসেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা ঐতিহ্যবাহী নওয়াবেকী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। বর্ষীয়ান জননেতা, বিশিষ্ট দানবীর ও শিল্পপতি, গরীব-দুঃখী অসহায়, নির্যাতিত মানুষের প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত।তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

 

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।