ক্রাইমবার্তা রিপোট:২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের ঘেরাও কর্মসূচির নির্দেশদাতাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তবে মাঠ পর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্দেশদানকারীরা চিহ্নিত হলেও যারা মাঠ পর্যায়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কারণ সেদিন প্রচুর জনসমাগম হয়েছিল। তাই প্রত্যেককে চিহ্নিত করে তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের প্রত্যেকের ‘রোল’ এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এজন্যই সময় লাগছে। ৫ মে’র ওই ঘটনায় ডিএমপির কয়েকটি থানায় ৪০টির বেশি মামলা হয়েছে বলেও জানান মনিরুল।
তিনি বলেন, এগুলোর মধ্যে ২১টিতে পুলিশ বাদী, বাকিগুলো ভিকটিমরা দায়ের করেছে। মামলাগুলোর বেশিরভাগই তদন্তাধীন।