ঊর্মিলার মাস্তান প্রেমিক অপূর্ব

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:জিকো এলাকার মাস্তান। তবে শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু কখনও চাকরি করার আগ্রহ দেখাননি তিনি। এদিকে মহল্লার সবচেয়ে রূপসী মেয়ে আরশী। তাকে পছন্দ করেন জিকো। রোজ বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে জিকো রাস্তায় দাঁড়িয়ে নানাভাবে আরশীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরশীর এ উদাসীনতা জিকোর ব্যাকুলতাকে দিন দিন উসকে দেয়।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কি কথা তাহার সাথে’। মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটি রচনা করেছেন শেখ সেলিম।

এতে আরশী চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জিকো নামের এ মাস্তান চরিত্রে দর্শক আমাকে প্রথম দেখবেন। নাটকটি ৪ মে রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।’

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।