আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি : ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির আছে। খালেদা জিয়ার দুই ছেলে পালিয়ে গিয়েছিল। নয় বছর ধরে প্রবাসে আছে একজন।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার এক ছেলে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। আরেক ছেলে পালিয়ে গিয়েই মৃত্যুবরণ করেছেন। বিএনপি পালিয়েই যায়। এ রেকর্ড শুধু তাদেরই রয়েছে।

 

ওবায়দুল কাদের (ফাইল ফটো)ওবায়দুল কাদের (ফাইল ফটো)

 

অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলেরা অর্থ পাচার করেছে। একজনের টাকা ফেরতও আনা হয়েছে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মেট্রোরেল প্রকল্পের আটটি প্যাকেজের মধ্যে তিনটির বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপির ষড়যন্ত্রের কারণে হেরে যায় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে আহসানউল্লাহ মাস্টার, শাহ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে খুন করেছে বিএনপি।

নির্বাচন নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সংবিধান অনুযায়ী। নির্বাচনে অংশ নেয়া খালেদা বা বিএনপির অধিকার। কারও করুণা নয়। তারা নির্বাচনে এলে হেরে যাবে বলেই নানা ষড়যন্তে লিপ্ত হয়েছে।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।