ঘরোয়া কর্মসূচিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল ও পুলিশ : বিএনপি

ক্রাইমবার্তা রিপোট:দল পুণর্গঠনে বিভিন্ন জেলায় ঘোষিত ঘরোয়া কর্মী সভা করতে ক্ষমতাসীন দল ও পুলিশ প্রকাশ্যে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ তুলে ধরেন।

 

রুহুল কবির রিজভী (ফাইল ফটো) 

 

তিনি বলেন, দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নাটোরে কর্মী সভা পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কর্মী সভার স্থান সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুদারের বাসভবনে দলের দায়িত্বপ্রাপ্ত দল নেতা খায়রুল কবির খোকন উপস্থিত হওয়ার পূর্বেই পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তালা লাগিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয় ও সভা পণ্ড করে দেয়। শুধু তাই নয়, বাগেরহাটেও পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কর্মীসভা করতে দিচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই দেশটা আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি বলেই বিরোধী দল সভা-সমাবেশ কিছুই করতে পারবে না।

রিজভী বলেন, আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে বিএনপিসহ বিরোধী দলগুলোর সভা-সমাবেশ করতে সুযোগ দিন। পুলিশি গুণ্ডামী বন্ধ করুন। নইলে অশুভ পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ওবায়দুল ইসলাম, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমূখ উপস্থিত ছিলেন।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, চালের মূল্য বৃদ্ধি, হাওর অঞ্চলে অর্ধকোটি মানুষের অনাহারে অর্ধাহারে দিনযাপনের এই মহাদুযোর্গের সময়ে সরকারের ভিত যখন নড়বড়ে ঠিক তখনই জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এসব মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক।

 

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।