ক্রাইমবার্তা রিপোট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় পৌনে তিন লাখ মানুষ এখন গৃহহারা। বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবেন না। তাদের প্রত্যেককে বাড়িঘর নির্মাণ করে দেয়া হবে। সরকার সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাট ও পঞ্চগড়ে ৭ জেলায় ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা। রাজধানীর সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সড়কের উন্নয়ন করছি। এছাড়া গ্রামÑগঞ্জের অসংখ্য সড়ক উন্নয়ন প্রকল্প পাশ করেছি। এসব উন্নয়ন প্রচেষ্টা কেবল বাংলাদেশের মানুষের জন্যই।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু সড়ক ও যোগাযোগের উন্নয়ন নয়, বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেব।