ক্রাইমবার্তা রিপোট:খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় মৃত্যুদন্ডের সাজা কমিয়ে দুই আসামিকে দেয়া যাবজ্জীবন কারাদন্ডের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়।
গত ৪ এপ্রিল এ মামলার প্রধান আসামি মোঃ শরীফ ও তার সহযোগী মিন্টুর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
এর আগে ২০১৫ সালের ৮ নভেম্বর শিশু রাকিব (১২) হত্যার দায়ে আসামি মোঃ শরীফ ও তার সহযোগী মিন্টুর ফাঁসির আদেশ দেন খুলনার বিচারিক আদালত। রায়ে এ মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেয়া হয়।
বিচারিক আদালতের রায় দু’দিনের মধ্যে রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হাইকোর্টে শিশু রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।
২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়।
পরের দিন রাকিবের বাবা মোঃ নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।
বহু আলোচিত এ হত্যাকান্ড নিয়ে মামলা হওয়ার ৯৬ দিন পর রায় ঘোষণা করা হয়।
Check Also
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …