ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে অবৈধ পথে ভারত থেকে আনা ট্রাক ভর্তি মূল্যবান পাথর জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার ভোর রাতে শহরের মুনজিতপুর এলাকার একটি সড়কের উপর থেকে উক্ত পাথরগুলো জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কাউকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত ট্রাকসহ পাথরের মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারে রাজস্ব ফাঁকি দিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধপথে এক ট্রাক ভারতীয় মূল্যবান কোয়াড পাথর রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে সড়কের উপর থেকে ট্রাকভর্তি কোয়াড পাথর জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ট্রাকটি বিজিবি’ সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনা হয়। তিনি আরো জানান, ট্রাকসহ জব্দকৃত পাথরের মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা মাত্র।