ক্রাইমবার্তা রিপোট:রংপুরের পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে হীরা মিম নামে সদ্য পাস করা এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের আগে মিমের খালু মঞ্জরুলের ইসলামে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।
সে নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার মোহর বানিয়ার ছেলে। এবার এসএসসির প্রকাশিত ফলাফলে তার জিপিএ ৪.৫১।
মিমের চাচা সুমন ও স্থানীয়রা জানান, রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষর্থী মিম প্রায় ৫ বছর ধরে পীরজাবাদ দরগারপাড়া এলাকায় তার খালুর বাড়িতে থেকে পড়াশোনা করছিল।
এবারে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া মিমের বাবা কিছুদিন আগে কেরানীপাড়ার জমি ও বাড়ি বিক্রি করে ঢাকায় স্ত্রীসহ চলে যান। পীরজাবাদ দরগারপাড়া এলাকায় জমি কেনার জন্য মীমের খালু মঞ্জুরুলকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেলেন।
সুমন অভিযোগ করে বলেন, টাকা লেনদেনের জের ধরে তার ভাতিজিকে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানো হচ্ছে।
কোতয়ালী থানা পুলিশের ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মিমের চোখে থুতনি ও কপালে আগাতের চিহ্ন রয়েছে।
ঢাকায় অবস্থানরত নিহতের বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা এলে এ ব্যপারে মামলা দায়ের করা হবে বলে।